• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

পোল্যান্ডে জেলেনস্কিকে নিয়ে প্রবাসী সরকারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৯:০২ পিএম

পোল্যান্ডে জেলেনস্কিকে নিয়ে প্রবাসী সরকারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

কিয়েভ পতনের শংকা ক্রমশই ঘনীভূত হচ্ছে। রাশিয়ান অগ্রযাত্রাকে ঘুচে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র নিঃশব্দে পরিকল্পনা করছে। তার অংশ হিসেবে পোল্যান্ডে ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে প্রবাসী সরকার গঠনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে ওয়াশিংটন পোস্টকে জানান এক কর্মকর্তা।

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রাশিয়া সফল হলে করণীয় কী, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও মিত্ররা নীরবে কাজ করছে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রুশ সেনাদের হাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ পতনের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

যুক্তরাষ্ট্র মনে করছে, যুদ্ধ প্রলম্বিত হলে ইউক্রেনে আমেরিকা ও মিত্রদের পাঠানো অস্ত্র বিদ্রোহের কাজে ব্যবহার করা হবে।

প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমরা সম্ভাব্য সব পরিস্থিতির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছি।’

তিনি জানান, এসব পরিকল্পনার একটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে নিয়ে পোল্যান্ডে প্রবাসী সরকার গঠন।

এর আগে শুক্রবার এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একদল রিপাবলিকান আইনপ্রণেতা সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েনের সঙ্গে দেখা করেছেন। ওই সময় রবার্ট যেকোনো দেশে সক্রিয় জেলেনস্কির সরকারকে সমর্থন দিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের তাগিদ দেন।

সূত্রঃ ওয়াশিংটন পোস্ট

এইচএ 


আর্কাইভ