• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মালিতে সেনা-সন্ত্রাসী সংঘাতে ২৭ সেনাসহ নিহত ৯৭

প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ১০:০৬ পিএম

মালিতে সেনা-সন্ত্রাসী সংঘাতে ২৭ সেনাসহ নিহত ৯৭

আন্তর্জাতিক ডেস্ক

মালির একটি সামরিক ঘাঁটিতে সেনাসদস্য ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘাতে অন্তত ২৭ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন এবং এখনও নিখোঁজ আছেন ৯ জন। সংঘাতে ৭০ জঙ্গিও নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার। 

শুক্রবার (৪ মার্চ) পশ্চিম আফ্রিকার দেশ মালির মনদোরো গ্রামে এ ঘটনা ঘটে। সরকারি বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, ওই সামরিক ঘাঁটির কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। বিস্ফোরণে কয়েকজন সেনাসদস্য হতাহত হন। তারপরই গোলাগুলি শুরু হয় দুপক্ষের মধ্যে।

হামলাকারী এই সন্ত্রাসীরা ইসলামী জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তারা কোন গোষ্ঠীর, তা স্পষ্ট করা হয়নি। আল কায়দা ও ইসলামিক স্টেট দুই গোষ্ঠীই সক্রিয় মালিতে এবং উভয় গোষ্ঠীই সমানতালে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে দেশটিতে।

হামলার দায় স্বীকার করে কোনো গোষ্ঠীই এ পর্যন্ত বিবৃতি দেয়নি।

ডা/এফএ


আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ