• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সিনেটে বক্তব্য দেবেন জেলেনস্কি

প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৯:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের সিনেটে বক্তব্য দেবেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটে কথা বলতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেট থেকে জেলেনস্কিকে শনিবার জুমের মাধ্যমে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে থাকা ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা সিনেট সদস্যদের সঙ্গে দেখা করে বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে তার দেশের জন্য জরুরিভাবে আরও সহায়তা প্রয়োজন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

এতে ইউক্রেনের প্রায় সাড়ে ৩০০ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন ১২ লাখ ইউক্রেনীয়। পশ্চিমারা শুরু থেকেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তবে তারা পুতিন ও রাশিয়ার ধনাট্যের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। সূত্র: আল জাজিরা

এইচএ/ এফএ




আর্কাইভ