• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

খারকিভে প্যারাসুটে নামছে রুশ সেনা

প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৬:১০ পিএম

খারকিভে প্যারাসুটে নামছে রুশ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে প্যারাসুটে নামছে রুশ বাহিনীর প্যারা-মিলিটারি। শহরটি দখলের লক্ষ্যে দলটি পাঠিয়েছে রাশিয়া।

বুধবার ( মার্চ) ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারা-মিলিটারিরা নামার পরই খারকিভে সংঘাত শুরু হয়। এ সময় শহরে এয়ার সাইরেন বাজানো হয়। খারকিভের আশপাশেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাড়া শহরটির বিভিন্ন জায়গায় হামলার পাশাপাশি একটি আঞ্চলিক সামরিক হাসপাতালেও হামলা করেছে রুশ সেনারা।

এদিকে, মঙ্গলবার ( মার্চ) সকাল ৮টার দিকে খারকিভের কেন্দ্রে অবস্থিত প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হওয়া এক ভিডিওতে খারকিভের কেন্দ্রস্থলে ফ্রিডম চত্বরে অবস্থিত প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ধরা পড়েছে।

কয়েকদিন ধরেই ইউক্রেনে রুশ আগ্রাসনে খারকিভ সংঘর্ষের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ব্যাপক সংঘর্ষ চলছে। যেখানে প্রায় ১৬ লাখ মানুষ বাস করে।

এনএম/এফএ

আর্কাইভ