• ঢাকা বৃহস্পতিবার
    ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

রাশিয়া-ইউক্রেন ফের আলোচনায় বসছে আজ

প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০২:৪১ পিএম

রাশিয়া-ইউক্রেন ফের আলোচনায় বসছে আজ

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া-ইউক্রেন চলমান সংকটের মধ্যে ফের আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। বুধবার (২ মার্চ) তাদের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলারুশে রুশ ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। বুধবার সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

ইউক্রেনের গণমাধ্যম গ্লাভকম দেশটির প্রতিনিধি দলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায়, প্রথম বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে কথা বলে সূত্রগুলো। ইউক্রেন কোনো জোটে যোগ না দেওয়া, প্রশাসনিক সীমান্তে দোনেৎস্ক লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেওয়া এবং ক্রিমিয়ার ওপর থেকে নিজেদের দাবি ছেড়ে দেওয়ার কথা জানিয়ে রেখেছে রাশিয়া।

গ্লাভকমের তথ্যমতে, ইউক্রেন যুদ্ধবিরতির পাশাপাশি তাদের দেশ থেকে রাশিয়ার বাহিনীর প্রত্যাহার দাবি করে।

এ দুই দেশের মধ্যকার প্রথম আলোচনা ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। আর রাশিয়ার দলে নেতৃত্ব দেন প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমিন মেদেনস্কি। বেলারুশের গোমেল অঞ্চলে হওয়া প্রথম দফার আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।


এএমকে/এফএ

আর্কাইভ