• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

রাশিয়া-ইউক্রেনের দ্বিতীয় বৈঠক আজ

প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৬:১৯ এএম

রাশিয়া-ইউক্রেনের দ্বিতীয় বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধিদের প্রথম দফার বৈঠক শেষ হয়। বুধবার (২ মার্চ) দ্বিতীয় দফা শান্তি আলোচনা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (০১ মার্চ) ইউক্রেনের বার্তা সংস্থা জেরকালো নেদেলি এই তথ্য জানিয়েছে। 

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলারুশ-ইউক্রেন সীমান্তের গোমেলে দুই পক্ষের প্রথম বৈঠক হয়েছে। এতে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় মতৈক্য হওয়ার মতো সুনির্দিষ্ট বিষয়গুলো চিহ্নিত করতে পেরেছে দুই পক্ষ।

ইউক্রেনীয় প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির মিডিয়া জানায়, প্রথম বৈঠকে রাশিয়া ইউক্রেনকে ন্যাটো জোটের বাইরে থাকা নিশ্চিত করতে দেশটির সংসদীয় স্তরে পদক্ষেপ গ্রহণ এবং গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেয়ার দাবি করেছে।

এ ছাড়া রাশিয়ান পক্ষ ইউক্রেনকে সংশ্লিষ্ট অঞ্চলের প্রশাসনিক সীমানায় দোনেৎস্ক ও লুহানস্ককে পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেয়ার দাবি জানায় এবং ক্রিমিয়াকে ইউক্রেনে ফিরিয়ে দেয়ার দাবি প্রত্যাহার করতে বলে। ইউক্রেন যুদ্ধবিরতি এবং তার ভূখণ্ড থেকে রাশিয়ান সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।


এফআইজে/
আর্কাইভ