• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

খারকিভে রকেট হামলায় নিহত ১১

প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৮:৫৭ পিএম

খারকিভে রকেট হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খারকিভে রকেট হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ছাড়া শহরটিতে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে রুশ বাহিনী। 

মঙ্গলবার ( মার্চ) ইউক্রেন কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আলজাজিরা।

বিষয়ে খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেজ সিনেগুভব বলেন, ‘খারকিভে রাশিয়ার রকেট হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েক ডজন। মস্কো ইউক্রেনে আগ্রাসন চালানোর পর খারকিভ ইউক্রেনের অন্যতম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রুশ বাহিনীর সঙ্গে লড়াই চলছে।

জানা গেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভের নিয়ন্ত্রণ এখনও দেশটির সেনাবাহিনীর হাতে। কিন্তু এর চারপাশ দিয়ে ঘিরে রেখেছে রুশ বাহিনী। তবে রুশ সেনারা শহরটির বাইরে পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তলগ্ন এলাকার দখল নিয়েছে।


এনএম/এফএ

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ