প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৬:৪১ পিএম
ন্যাটো জোটের প্রধান সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন
জয়েন্ট চিফ অব স্টাফ
চেয়ারম্যান মার্ক মিলি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ন্যাটো
কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি
বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার
(১ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ
তথ্য জানানো হয়।
এতে
বলা হয়, ইউক্রেনে রুশ
আক্রমণ চলাকালীন অনুষ্ঠিত এই বৈঠক গুরুত্বপূর্ণ।
বৈঠকে ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে জেনারেল মার্ক মিলি ইউক্রেনে রাশিয়ার
আক্রমণ নিয়ে কথা বলেন।
রাশিয়ার এই আক্রমণ বৈশ্বিক
নিরাপত্তা খর্ব করেছে বলেও
বৈঠকে উল্লেখ করা হয়।
এ
ছাড়া ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর সীমানা রক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ‘ইস্পাতকঠিন’। ন্যাটো মিত্রদের
রক্ষায় শক্তিশালী মেজাজ বজায় রাখবে যুক্তরাষ্ট্র।
এনএম/এফএ