• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

করোনার বিধিনিষেধ তুলে নিলো দিল্লি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৬:৫৮ পিএম

করোনার বিধিনিষেধ তুলে নিলো দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে দিল্লি। প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ কমতে থাকায় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তাই সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই আগের মতো সব কার্যক্রম চালু হয়েছে।

এর আগে, মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়াসহ সব ধরনের স্বাস্থ্যবিধি সবসময় অনুসরণ করার ব্যাপারে জোর দিয়েছিল ভারত সরকার। বিশেষ করেওমিক্রনেরধাক্কা শুরু হওয়ার পর গত বছরের ডিসেম্বরে ভারত তৃতীয় তরঙ্গে পড়েছিল। ওই সময়ই বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছিল।

দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) জানিয়েছে, রাতের কারফিউ বাতিল করা হয়েছে, রেস্তোরাঁ, সিনেমা থিয়েটার এবং বারগুলোতে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখতে হবে না এবং এপ্রিল থেকে স্কুলগুলোর জন্য কোনো অনলাইন ক্লাস থাকবে না।

সরকারি কর্মকর্তারা বলেছেন, মাস্ক না পরলে দুই হাজার রুপি জরিমানার যে বিধান রয়েছে, সেটা ৫০০ রুপিতে নামানো হয়েছে। গত শুক্রবার ডিডিএমএ-তে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে বৈঠকের পর ব্যাপারে সিদ্ধান্ত হয়।

এনএম/ডা

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ