• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

রুশ ট্যাঙ্কের সামনে অস্ত্রহীন ইউক্রেনীয়র বাধা!

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১২:০৯ এএম

রুশ ট্যাঙ্কের সামনে অস্ত্রহীন ইউক্রেনীয়র বাধা!

আন্তর্জাতিক ডেস্ক

রুশ ট্যাঙ্কের সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন ইউক্রেনের এক নাগরিক। হাতে কোনো অস্ত্র নেই। নেই কোনো সৈন্য দল। এক বুক সাহস নিয়ে একাই ট্যাঙ্ক যেতে বাধা দিচ্ছেন। সম্প্রতি ইউক্রেনে হয়ে যাওয়া এমন একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়- চেরনিহিভ অঞ্চলের ছোট শহর বাকম্যাকে একের পর এক রুশ ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি ঢুকতে শুরু করায় পাল্টা প্রতিরোধ গড়তে রাস্তায় নেমে পড়েছেন শহরবাসীরা। তেমনই এক শহরবাসীকে দেখা গেল চলমান রুশ ট্যাঙ্কের ওপর লাফিয়ে উঠে পড়তে। তাকে তোয়াক্কা না করেই ট্যাঙ্ক এগিয়ে যাচ্ছিল।

কিন্তু ইউক্রেনের ওই ব্যক্তি একেবারে নাছোড়। তাকে নিয়ে যখন ট্যাঙ্ক এগিয়ে যাচ্ছে, তখন তিনি ট্যাঙ্ক থেকে লাফ দিয়ে নেমে পড়ে সামনে দাঁড়িয়ে পড়লেন। তার পরেও ট্যাঙ্ক এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার তিনি দু-হাতে ট্যাঙ্ক থামানোর চেষ্টা করেন।

সময় রুশ সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি এগোতে হয় তা হলে আমার দেহের ওপর দিয়ে যেতে হবে!’ এরপরই ট্যাঙ্কের সামনে হাঁটু মুড়ে বসে পড়েন ওই ব্যক্তি। তখন আশপাশে আরও শহরবাসী জুটে গিয়েছিলেন। সকলে একত্রে রুশ ট্যাঙ্কের অগ্রগতি আটকে দেন।

এনএম/ডা

আর্কাইভ