• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

এবার খারকিভে ঢুকে পড়েছে পুতিন বাহিনী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৯:০৩ পিএম

এবার খারকিভে ঢুকে পড়েছে পুতিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে পুতিন বাহিনী। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি তথ্য জানিয়েছে।

খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবোভ বলেছেন, সামরিক যান নিয়ে রুশ সেনারা শহরের ভেতর ঢুকেছে। তবে, গোপন আশ্রয়স্থল থেকে কেউ বের হচ্ছে না। শত্রুপক্ষকে ধ্বংস করছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। বেসামরিক মানুষকে রাস্তায় বের না হতে বলা হচ্ছে।

অপর এক ভিডিও ফুটেজে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এই শহরে রাশিয়ার সামরিক যান চলাচল করতে দেখা গিয়েছিল।

ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেনে আরও একটি শহর দখল করেছে রাশিয়া। দক্ষিণাঞ্চলীয় এই শহরের নাম নোভা কাখোভকা। শহরটি ছোট তবে কৌশলগতভাবে এটি একটি গুরুত্বপূর্ণ শহর। শহর দিয়ে পানিপথে ক্রিমিয়া যাওয়া যায়। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখলে নিয়েছিল রাশিয়া।

এদিকে মস্কোর দাবি- ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরোশেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়ানস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।

এনএম

আর্কাইভ