• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে বেলজিয়াম

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৬:৩৮ এএম

ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

বেলজিয়াম সরকার ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি আন্তর্জাতিক রাজনীতিতে বেলজিয়ামের অবস্থানে একটি বড় পরিবর্তন ঘটেছে। এই সিদ্ধান্তের আগে বেলজিয়াম যুদ্ধাস্ত্র বাদে অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাতে সম্মত ছিল।

দেশটি ইউক্রেনের সেনাবাহিনীকে ২০০০ মেশিনগান সরবরাহ করবে। তারা ইউক্রেনীয় বাহিনীকে ৩,৮০০ টন জ্বালানি  সরবরাহ করছে। 

বেলজিয়াম সরকার কিয়েভের রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় সাহায্য করার অনুরোধে সাড়া দিচ্ছে। বেলজিয়ামের জাতীয় মজুদ থেকে তারা আরো জ্বালানি পাঠাবে।

বেলজিয়াম তার সক্রিয় স্টক থেকে আর কোনো সাহায্য পাঠাতে পারে কিনা তা বিবেচনা করছে।

নেদারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ এর আগে ইউক্রেনে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেয়।


সূত্র: ফ্ল্যান্ডেরনিউজ 

এইচএ 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ