• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

‘বারবার কল করেও পুতিনকে পাচ্ছেন না জেলেনস্কি’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৮:২৫ পিএম

‘বারবার কল করেও পুতিনকে পাচ্ছেন না জেলেনস্কি’

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ‘আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছি। কারণ, জেলেনস্কি বারবার কল করেও পুতিনকে পাচ্ছেন না।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামিট শেষে এসব কথা বলেন মাখোঁ।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বৃহস্পতিবার পুতিনকে ফোন করা একমাত্র পশ্চিমা নেতা মাখোঁ। তিনি মনে করেন, রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে হবে।

ব্যাপারে মাখোঁ বলেন, ‘নিন্দা জানানো, নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি আলোচনার পথ আমাদের খোলা রাখতে হবে, যেন শর্তগুলো পূরণ করা যায়, যাতে আমরা সংঘাত থামাতে পারি।

তিনি বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলার জন্য পুতিনকে অনুরোধ জানাতে ফোনটি করেছিলাম। আমরা কোনো যুদ্ধ চাই না। ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে চাই।’

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর চুগুয়েভে বোমাবর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটির বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত দফায় দফায় আক্রমণ চলছে। এতে অনেক হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

এনএম/এফএ

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ