• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা তুলে নিল কাতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৫:৪১ পিএম

কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা তুলে নিল কাতার

সিটি নিউজ ডেস্ক

করোনা মহামারি শুরুর পর থেকে প্রবাসীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছিল কাতার সরকার। এখন থেকে ছুটি কাটিয়ে কাতারে ফেরা প্রবাসীদের আর হোটেল মোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দেশটি সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে কাতার। নতুন  ভ্রমণ নীতিমালা এবং কাতারে ফিরে আসার নিয়ম আগামী ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে।

জানা গেছে, কাতারে ফেরার আগে পিসিআর টেস্টও করতে হবে না। এতে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে যেসব শ্রমিক কাতারে আসবেন, তারা এখন থেকে পিসিআর টেস্ট কোয়ারেন্টিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন। করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ নেয়া শ্রমিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য করে গত ২৪ ফেব্রুয়ারি কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা দেয়।


এনএম/এফএ

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ