• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

‘বন্ধু দেশগুলো সহায়তা করেনি, সবাই ভয় পায়’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৪:৪৫ পিএম

‘বন্ধু দেশগুলো সহায়তা করেনি, সবাই ভয় পায়’

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমি ইউরোপের ২৭ নেতার সঙ্গে কথা বলেছি। তাদের কাছে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে কিনা, জানতে চেয়েছি। ব্যাপারে তারা সবাই ভীত, কেউ উত্তর দেয়নি। কিন্তু আমরা ভয় পাই না।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারিরাতে এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

জেলেনস্কি বলেন, ‘সত্যি বলতে, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে সবাই ভয় পায়। এমনকি ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে বন্ধু দেশগুলোও সহায়তা করেনি।

রাশিয়ার চলমান আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রুশ সেনারা আমাকেই এক নম্বর টার্গেট বানিয়েছে। এরপর দ্বিতীয় টার্গেট আমার পরিবার। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে প্রথম দিন সেনাসদস্য বেসামরিক মানুষ মিলে মোট ১৩৭ জন নিহত হয়েছেন। ছাড়া আহত হয়েছেন ৩১৬ জন। নিহতদেরজাতীয় বীরআখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) মহাসচিব জেন্স স্টোলেনবার্গ জানিয়েছিলেন, ‘ইউক্রেনে কোনো সৈন্য পাঠানো হবে না। সেখানে কোনো ন্যাটো ক্যামবেট ট্রুপ নেই, ইউক্রেনে ন্যাটোর কোনো সৈন্য নেই।তিনি বলেন, ‘আমরা এটা স্পষ্ট করে দিয়েছি যে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা উদ্দেশ্য আমাদের নেই।

এনএম/এফএ

আর্কাইভ