হাসিব আবেদীন
বৃহস্পতিবার সকালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সব প্রদেশে সামরিক আইন জারি করেন। তিনি জানিয়েছেন, রুশ বাহিনী তাদের সীমান্ত রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে আক্রমণ করছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরার একটি ভিডিওতে দেখা যায়, সকাল থেকেই কিয়েভ শহরে দফায় দফায় প্রবল আলোর ঝলকানি দিয়ে বোমার আওয়াজ পাওয়া যাচ্ছে। রুশ বাহিনী সকালে ওডেসা ও খারাখিব অঞ্চলে অবতরণ করেছে।
কিয়েভে তারা ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। কিয়েভ, মারিওপল, ওডেসা ও খারাখিব অঞ্চল লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে বলে জানিয়েছে। ক্রামাটর্সকে জেট বিমান ওড়ার খবর পাওয়া যায়।
ইউক্রেনীয় সামরিক সূত্র বলেছে, তারা ইউক্রেনীয় বিমান ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেকনিকোভ বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক শেল হামলা চালাচ্ছে রুশ সেনারা।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাসে বিশেষ সামরিক অভিযানের কথা বলেছেন। তিনি এই অঞ্চলের জনগণ রক্ষায় এ অভিযান করছেন। তবে কেমন হবে এ অভিযান, তা স্পষ্ট করেননি। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে মস্কো 'তাৎক্ষণিক' জবাব দেবে।
এফএ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন