• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

সেনা নিহতের কথা জানাল ইউক্রেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১১:২৮ পিএম

সেনা নিহতের কথা জানাল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

চলমান উত্তেজনার মধ্যে প্রথম কোনো সেনা নিহতের খবর নিশ্চিত করেছে ইউক্রেন। দেশটির সীমান্তে এক সেনা নিহত হয়েছে বলে জানানো হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি -এর এক প্রতিবেদনে তথ্য জানা গেছে।

পূর্ব ইউক্রেনের যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাশিয়ান সীমান্তের কাছে দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল জুড়ে চলমান সহিংসতায় এক সেনা ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছে। ছাড়া ওই অঞ্চলে হামলায় ইউক্রেনের জরুরি পরিষেবার দুই কর্মী আহত হয়েছেন।

ইউক্রেনের সশস্ত্রবাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লুগানস্ক এবং ডোনেটস্কের পূর্বাঞ্চলের মধ্যবর্তী শহরগুলোতে ৮২ থেকে ১২০ মিলিমিটার মর্টার শেল ছুড়েছে।

ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, বিচ্ছিন্নতাবাদীরা জনবহুল এলাকায় গুলি চালাচ্ছে এবং আবাসিক এলাকার কাছে তাদের আর্টিলারি সিস্টেম স্থাপন করছে।

নূর/ডাকুয়া

আর্কাইভ