• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ইন্টারপোল প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১১:৫১ পিএম

ইন্টারপোল প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিটি নিউজ ডেস্ক

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) সভাপতি মেজর জেনারেল . আহমেদ নাসের আল রাইছির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুবাইয়ে বৈঠক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

তিনি জানান, দুবাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইন্টারপোলের সভাপতি মেজর জেনারেল . আহমেদ নাসের আল রাইছির সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন বলেও জানান এই কর্মকর্তা।

নূর/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ