• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

যুক্তরাষ্ট্র দস্যুর মতো আচরণ করছে: চীন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৮:২৮ পিএম

যুক্তরাষ্ট্র দস্যুর মতো আচরণ করছে: চীন

আন্তর্জাতিক ডেস্ক

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘একটি মানবিক বিপর্যয়ের মুখে থাকা দেশের সম্পদ জব্দ করে দস্যুর মতো আচরণ করছে যুক্তরাষ্ট্র।’ আফগানিস্তানের আটক অর্থ নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে তিনি কথা বলেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো দেশের জনগণের অনুমতি ছাড়া সে দেশের অর্থ ব্যবহার করা অন্যায়। আফগানদের মতামত ছাড়াই যুক্তরাষ্ট্র তাদের জব্দ অর্থ ব্যবহার করছে, এমনকি নিজের পকেটের অর্থের মতো জমা রাখছে। যুক্তরাষ্ট্রের এই আচরণের সঙ্গে দস্যুতার আচরণের কোনো পার্থক্য নেই।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত আফগান জনগণের আটক অর্থ ছেড়ে দেয়া এবং দেশটির ওপর যে একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তা প্রত্যাহার করা।

সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাহী আদেশে আফগানিস্তানের আটক ৭০০ কোটি ডলারের অর্ধেক অর্থ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের কথিত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়ার নির্দেশ দিয়েছেন। এই আদেশ জারির পর আফগানিস্তানের রাজধানীসহ অন্য শহরের রাস্তায় নেমে মার্কিনবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়।

নূর

আর্কাইভ