• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আফগানদের অর্ধেক অর্থ ৯/১১-এর ক্ষতিগ্রস্তদের দেয়া হবে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৫:৩৬ পিএম

আফগানদের অর্ধেক অর্থ ৯/১১-এর ক্ষতিগ্রস্তদের দেয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়। যুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানিস্তানের ৭ বিলিয়ন অর্থাৎ ৭০০ কোটি মার্কিন ডলার সম্পদের অর্ধেক ৯/১১-এর হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। বাকি অর্থ খরচ হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আর্থিক সংকটে থাকা মানুষের সহায়তার জন্য। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে জমা থাকা ওই অর্থ জব্দ করে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এ ধরনের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেনের কার্যালয় থেকে বলা হয়েছে, জব্দ করা আফগান অর্থ নিয়ে মার্কিন আদালতে মামলা চলছে। বিচারিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই অর্থের দাবি করে মামলাটি করেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিদের সহায়তার জন্য একটি খসড়া করা হয়েছে। কীভাবে এই ফান্ডের অর্থ তাদের কাছে  পৗেছানো যায়।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান বাহিনী। এরপর ৩১ আগস্ট টানা ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এরপর রাজনৈতিক গোলযোগ ও বিশৃঙ্খলার মধ্যে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয় বহু আফগান পরিবার। কিন্তু যারা দেশ ছাড়তে পারেননি, তারা পড়েন চরম বিপাকে।


ডাকুয়া/
ফিরোজ/
আর্কাইভ