প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৭:৩২ পিএম
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন
স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ
ও ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুই
দেশের রাজপ্রাসাদ থেকে পৃথক বিবৃতি
এ তথ্য নিশ্চিত করা
হয়েছে। বার্তা সংস্থা এএফপি -এর এক প্রতিবেদনে
বিষয়টি জানানো হয়।
ডেনমার্কের
রাজপ্রাসাদ থেকে বলা হয়-
রানি দ্বিতীয় মার্গারেট ও রাজা ষষ্ঠ
ফিলিপের করোনা পরীক্ষার পর ফল পজিটিভ
এসেছে। তবে দুজনের করোনার
উপসর্গই মৃদু। ‘৮১ বছর বয়সী
রানি দ্বিতীয় মার্গারেট গত মঙ্গলবার সন্ধ্যায়
করোনা পজিটিভ হয়েছেন, তবে রানির শরীরে
করোনার মৃদু উপসর্গ দেখা
যাচ্ছে। গত বছরই রানি
করোনা টিকার তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ নিয়েছেন। তাদের
শারীরিক অবস্থা ভালো।
এদিকে
স্পেনের রাজপ্রাসাদ থেকে বলা হয়,
আগের রাতে মৃদু উপসর্গ
দেখা দেয়ার পর করোনা পরীক্ষায়
৫৪ বছর বয়সী রাজা
ষষ্ঠ ফিলিপের করোনা পজিটিভ হন।
রাজা
সাত দিন কোয়ারেন্টাইনে থাকবেন
জানিয়ে আরও বলা হয়,
তার শারীরিক অবস্থা ভালো এবং তিনি
কোয়ারেন্টাইন থেকেই প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করবেন।
নূর