• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০২:৫৮ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে মোদাসসের খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোদাসসের খন্দকার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানন্দরে কাজ করতেন। 

বুধবার ( ফেব্রুয়ারি) কর্মস্থল থেকে ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটে।

ফরবেল স্ট্রিটের বাসিন্দা মোহাম্মদ কাওসার জানান, কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির কাছে গাড়ি ছিনতাইয়ের সময় এক অস্ত্রধারীকে বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে জামাইকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীকে আটকের দাবি জানিয়েছেন প্রবাসীরা। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত মোদাসসের খন্দকারের স্ত্রী এবং এক ছেলে রয়েছে।

জেইউ/ডাকুয়া

আর্কাইভ