• ঢাকা বৃহস্পতিবার
    ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেন সংকট বাড়াবে না রাশিয়া: ম্যাঁক্রো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৫:৪৩ পিএম

ইউক্রেন সংকট বাড়াবে না রাশিয়া: ম্যাঁক্রো

আন্তর্জাতিক ডেস্ক


রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বক্তব্য-পাল্টা বক্তব্য, হুমকি ও উত্তেজনার মধ্যে ইউক্রেন ইস্যুতে উত্তপ্ত বিশ্ব। নড়েচড়ে বসেছে পরাশক্তিগুলো। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, ‘ইউক্রেন সংকট বাড়াতে চায় না রাশিয়া। কোনো সামরিক কর্মকাণ্ড শুরু করবে না আপতত।’

ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে সম্প্রতি মস্কো সফর করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে এমানুয়েল ম্যাঁক্রো জানান, ইউক্রেনের কাছে আপাতত নতুন কোনো সামরিক কর্মকাণ্ড শুরু না করার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ম্যাক্রোঁর মন্তব্যের পর ইউক্রেন সংকট এড়াতে ফরাসি প্রেসিডেন্ট ও পুতিনের চুক্তির বিষয়টি ক্রেমলিন অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে মস্কো এবং প্যারিস কোনো চুক্তিতে পৌঁছতে পারে না।’
ইউক্রেন সীমান্তে এক লাখ ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করেছে। এ ছাড়া ন্যাটোর সামরিক শক্তি বাড়াতে পূর্ব ইউরোপে বাড়তি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য। এই পরিস্থিতি ম্যাঁক্রো রাশিয়া সফরে গেলেন। ইউক্রেন সংকট তৈরির পর এই প্রথম পশ্চিমা দেশের কোনো নেতা রাশিয়া সফর করলেন।

ডাকুয়া/
আর্কাইভ