• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আফগান জঙ্গিদের হামলায় ৫ পাকসেনা নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৬:৫২ পিএম

আফগান জঙ্গিদের হামলায় ৫ পাকসেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান সীমান্তের অভ্যন্তর থেকে জঙ্গিদের ছোড়া গুলিতে পাঁচ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ঘটনার সময় নিজেদের সীমান্তের নিরাপত্তা চৌকিতে অবস্থান করছিলেন ওই সেনারা। 

রবিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের আফগানিস্তনের অভ্যন্তর থেকে জঙ্গিরা কুররাম জেলায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত গুলি চালিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করায় আমরা কঠোর নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে অন্তর্বর্তী আফগান সরকার এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার প্রশ্রয় দেবে না বলে আমরা আশা করি।

এদিকে এই হামলায় তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে পাকিস্তানের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। কেননা আফগান সীমান্তে দুর্গম পাহাড় আর সংবাদকর্মীদের প্রবেশে সীমাবদ্ধতা থাকার কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

অন্যদিকে প্রতিশ্রুতি অনুযায়ী তালেবান সরকারকে অবলিম্বে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে আহ্বান জানিয়েছে পাকিস্তান। আর দেশটির সেনা হত্যার ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এমএএন/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ