প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ১১:২৩ পিএম
লতা মঙ্গেশকরের মৃত্যুতে
ভারতে দুই দিনের রাষ্ট্রীয়
শোক ঘোষণা করা হয়েছে। এ
দুদিন কিংবদন্তি এই শিল্পীর প্রতি
শ্রদ্ধা নিবেদন করে দেশটিতে জাতীয়
পতাকা অর্ধনমিত রাখা হবে।
সোমবার
(৭ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি
জানান, লতা মঙ্গেশকরের স্মরণে
আগামী ১৫ দিন রাজ্যে
তার গাওয়া গান বাজানো হবে।
এর
আগে, রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে
মারা যান সংগীতের এই
মহাতারকা। ভারতের নাইটিঙ্গেলখ্যাত লতা মঙ্গেশকর করোনাভাইরাসে
আক্রান্ত হওয়ার পর গত ১১
জানুয়ারি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ৮
জানুয়ারি তাকে হাসপাতালের নিবিড়
পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। করোনামুক্ত
হওয়ার পর অবস্থার কিছুটা
উন্নতি হলেও পরবর্তীতে তিনি
নিউমোনিয়ায় আক্রান্ত হন। শনিবার (৫
ফেব্রুয়ারি) অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে
ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসাধীন
অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
ভারতের
সর্বকালের সেরা এই সংগীত
শিল্পী ৩৬টি আঞ্চলিক ভাষার
পাশাপাশি বিদেশি ভাষাতেও গান করেছেন। তার
বর্ণাঢ্য দীর্ঘ ক্যারিয়ারে হাজারের বেশি সিনেমায় গান
করেছেন। ১৯৮৯ সালে ভারতীয়
চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার ‘দাদাসাহেব ফালকে’ অর্জন করেন। এ ছাড়াও পদ্মভূষণ,
পদ্মবিভূষণসহ ২০০১ সালে সর্বোচ্চ
বেসামরিক সম্মাননা ভারতরত্ন উপাধি পান এই গুণী
শিল্পী।
তার
মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি
আবদুল হামিদসহ আরও অনেকে।
রোববার
সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ণ
রাষ্ট্রীয় মর্যাদায় উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পীর শেষকৃত্য
অনুষ্ঠিত হবে।
জেইউ