প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৩:৩৩ এএম
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি হামলায় ইসলামিস্ট
স্টেট (আইএস) -এর নেতা আবু
ইব্রাহিম আল-হাশিমি আল-কোরাইশি নিহত হয়েছে বলে
জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার
(৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি
এ তথ্য জানান।
বিবৃতিতে
বলা হয়- মার্কিন সশস্ত্র
বাহিনীর দক্ষতা ও সাহসিকতায় আইএস
নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কোরাইশি নিহত
হয়েছেন। অভিযান শেষে সব মার্কিনিরা
নিরাপদে ফিরেছেন।
বাইডেন
বলেন, ‘আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের
সামরিক বাহিনী সিরিয়ার উত্তর-পশ্চিমে সফলভাবে সন্ত্রাসদমন অভিযান পরিচালনা করে। এই অভিযানের
লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক
ও আমাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত এবং বিশ্বকে একটি
নিরাপদ স্থানে হিসেবে গড়ে তোলা।’
হোয়াইট
হাউজের পক্ষ থেকে একটি
ছবি টুইটারে প্রকাশ করা হয়েছে। এতে
দেখা গেছে বাইডেন ও
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিচুয়েশন
রুমে বসে অভিযান দেখছেন।
এর
আগে, মার্কিন প্রতিরক্ষা দফতর বুধবার সিরিয়ায়
সফল সামরিক হামলা পরিচালনার বিষয়টি নিশ্চিত করে। বিশেষ এই
অভিযানে এতে নারী ও
শিশুসহ অন্তত ১৩ জন বেসামরিক
নাগরিক নিহত হয়েছেন বলে
স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।
নূর