প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১০:০৩ পিএম
মিশরের সর্ববৃহৎ ইসলামপন্থি সংগঠন ইখওয়ানুল মুসলেমিনের আরও ১০ নেতাকর্মীকে
মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সোমবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক
প্রতিবেদনে এই তথ্য জানানো
হয়েছে।
প্রতিবেদনে
বলা হয়- পুলিশের ওপর
হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগ আনা
হয়েছে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে। সাম্প্রতিক বছরগুলোতে নানারকম মিথ্যা ও কাল্পনিক অভিযোগ
এনে ইখওয়ানুল মুসলেমিনের অসংখ্য নেতাকর্মীকে মৃত্যুদণ্ড
অথবা দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
সম্প্রতি
এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মিশরের সিসি সরকারবিরোধী
রাজনৈতিক নেতাকর্মীদের দমনপীড়নের ক্ষেত্রে মানবাধিকারের প্রতি তোয়াক্কা করছে না। বিরোধী
রাজনৈতিক নেতাকর্মীদের বিচার করার সময় তাদের
আইনজীবী নিয়োগের সুযোগ দেয়া হয় না
বলেও জানিয়েছে এই মানবাধিকার সংস্থা।
অ্যামনেস্টি আরও বলেছে, মিশরে
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও দমনপীড়নের শিকার
মানুষের সংখ্যা সঠিকভাবে বের করা সম্ভব
নয়।
২০১৩
সালে এক সামরিক অভ্যুত্থানের
মাধ্যমে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন আব্দেলফাত্তাহ আস-সিসি। সে সময় সেনাপ্রধানের
পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন সিসি।
পরবর্তীতে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করেন সাবেক এই
সেনাপ্রধান।
নূর/ডা