• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

বাইডেনের পরিদর্শনের আগেই ভেঙে পড়ল সেতু

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৮:৩৪ পিএম

বাইডেনের পরিদর্শনের আগেই ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি সেতু ধসের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রেসিডেন্ট জো বাইডেন পিটসবার্গ পরিদর্শনের কথা ছিল। স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেতুটি ভেঙে পড়ে। সময় সেতুতে থাকা কয়েকটি গাড়ি নিচে পড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বনের ভেতরে নালার নিচে ভেঙে পড়া সড়কের ধ্বংসস্তূপের মধ্যে কয়েকটি গাড়ি জড়ো করে রাখা হয়েছে। বাসের মতো দেখতে একটি যান সেতুর একটি প্রান্তে ঝুলে রয়েছে।

এক টুইট বার্তায় পিটসবার্গের জননিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থল থেকে গ্যাস লিকেজ হওয়ার ঝাঁঝালো গন্ধ বের হয়েছে।

অগ্নিনির্বাপণ বাহিনীর প্রধান ড্যারিল জোনেস বলেন, ‘সেতু ধসে ব্যাপক গ্যাস লিকেজ হয়েছে। ঘটনার পর আশপাশের কয়েকটি বসতবাড়ি থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

নূর/ডা

আর্কাইভ