
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৩:৪৪ এএম
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই।’ মস্কো আগামী মাসে ইউক্রেন আক্রমণ করতে পারে বলে বৃহস্পতিবার ওয়াশিংটন সতর্ক করে। এরপর লাভরভ এই প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার রুশ গণমাধ্যমে ব্রিফিংকালে ল্যাভরভ বলেছেন ‘ক্রেমলিন এই মুহূর্তে কিয়েভের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছে না। তবে মস্কো তাদের নিরাপত্তা স্বার্থের সঙ্গে কোনোভাবে আপস করবে না।’ ‘আমরা যুদ্ধ চাই না। তবে আমরা আমাদের স্বার্থকে পদদলিত বা উপেক্ষিত হতে দেব না’ রুশ বেতারে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মস্কোর শীর্ষ কূটনীতিক বৃহস্পতিবার ক্রেমলিনের প্রতিক্রিয়ার সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর প্রতিক্রিয়া চলমান উত্তেজনা কমাতে খুব একটা আশা জাগাচ্ছে না।’ যদিও তিনি বিস্তারিত না বলে আরও বলেছেন, ‘মার্কিন প্রতিক্রিয়া ন্যাটোর চেয়ে ভালো ছিল।’ তিনি বলেছেন ‘যুক্তরাষ্ট্র বলেছে তারা তাদের অবস্থান পরিবর্তন করবে না, তাই আমরাও আমাদের অবস্থান পরিবর্তন করব না। আমি এখানে সমঝোতার কোনো সম্ভাবনা দেখছি না।’ ল্যাভরভ আশা প্রকাশ করছেন, ‘তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আবার দেখা করবেন।’
ডা/