• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ওমিক্রনের বুস্টার ট্রায়াল শুরু মডার্নার

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৪:২৪ পিএম

ওমিক্রনের বুস্টার ট্রায়াল শুরু মডার্নার

আন্তর্জাতিক ডেস্ক

করোনার নতুন ধরনওমিক্রনপ্রতিরোধে বুস্টার ট্রায়াল শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। বুধবার (২৬ জানুয়ারি) কোম্পানিটির প্রধান নির্বাহী স্টেফানি ব্যাঞ্চেল তথ্য জানিয়েছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ২৪টি স্থানে ট্রায়াল শুরু হবে। ইতোমধ্যে ট্রায়ালের অংশ হিসেবে একজনের শরীরে টিকা দেয়া হয়েছে। এসব টিকা দিতে সহযোগিতা করবেন ৬০০ স্বেচ্ছাসেবক ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্য জনস্বাস্থ্যবিষয়ক নেতাদের জানানো হবে। যাতে তারা করোনা প্রতিরোধে বুস্টার ডোজের বিষয়ে প্রমাণসাপেক্ষ সিদ্ধান্ত নিতে পারেন।

টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজার বায়োএনটেক জানিয়েছে, তারাও ওমিক্রন প্রতিরোধী টিকার ট্রায়াল শুরু করেছে।

নূর/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ