
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০২:১৩ এএম
মনোমুগ্ধকর কুচকাওয়াজের মাধ্যমে ভারতে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) নয়াদিল্লির রাজপথে দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট সামরিক দক্ষতা প্রদর্শন করে। ভারতের রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রামনাথ কোবিন্দ উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন। ৭৫তম স্বাধীনতা দিবসের ফ্লাইপাস্টে বিমানবাহিনীর ৭৫টি বিমান ও হেলিকপ্টারের অংশগ্রহণ এবারের কুচকাওয়াজকে দিয়েছে বাড়তি আকর্ষণ।
মহামারির বাড়তি সতর্কতা থাকায় রাজপথে মাত্র পাঁচ হাজার লোক উপস্থিত হয়েছিলেন। শুধু করোনার সম্পূর্ণ টিকাপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক এবং ১৫ বছরের বেশি বয়সী শিশুদের যারা প্রথম ডোজ গ্রহণ করেছে তাদের অনুমতি দেয়া হয়েছে। মহামারির কারণে এই বছর কোনো বিদেশি কন্টিনজেন্টের অংশগ্রহণ ছিল না।
কুয়াশা থাকায় কুচকাওয়াজটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়। অনুষ্ঠানের আগে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহিদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
লেফটেন্যান্ট জেনারেল বিজয় কুমার মিশ্রের নেতৃত্বে ২১ বার তোপধ্বনি ও ত্রিরাঙা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। দেশে বীরত্বের সর্বোচ্চ পুরস্কার, পরম বীর চক্র এবং অশোক চক্র বিজয়ীরা রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রামনাথ কোবিন্দকে অভিবাদন জানাতে দলগুলোর নেতৃত্ব দেন।
স্বাধীনতার পর থেকে কয়েক দশক ধরে ভারতীয় সেনাবাহিনীর পোশাক এবং অস্ত্রের বিবর্তন কুচকাওয়াজে তুলে ধরা হয়। তিনটি কন্টিনজেন্ট পুরনো পোশাক ও অস্ত্র প্রদর্শন করে এবং অপর কন্টিনজেন্ট আধুনিক সমরপোশাক ও টেভর রাইফেল প্রদর্শন করেন।
রাষ্ট্রপতি কোবিন্দ সহকারী সাব-ইন্সপেক্টর বাবু রামকে মরণোত্তর দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্রে ভূষিত করেছেন। তিনি কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন। কর্মকর্তার স্ত্রী তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন।
নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ শেষে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, স্বাধীনতা সংগ্রাম থেকে জীববৈচিত্র্য প্রদর্শনকারী রাজ্যভিত্তিক কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে অভিবাদন প্রদান করেন।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর কন্টিনজেন্ট কুচকাওয়াজে অংশ নেয়। কেন্দ্রীয় সরকারের গণপূর্ত উন্নয়ন বিভাগ নেতাজী সুভাষ চন্দ্র বসুকে তার ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সাংস্কৃতিক বিভিন্ন ধারার ৪৮০ জন নৃত্যশিল্পী কুচকাওয়াজে অংশ নেন। বিজয় চমক হিসেবে দেশীয়ভাবে নির্মিত ১ হাজারটি ড্রোন উড়ানো হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন।
হাসিব/এম. জামান