প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৩:০৭ এএম
কলকাতার চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (৭১) মারা গেছেন।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে
হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
লখনৌয়ে জন্মগ্রহণ করেন ওয়াসিম কাপুর।
তবে কলকাতা ছিল তার কর্মভূমি।
কথা বলত তার রঙ,
তুলি। মানুষের মনের আবেগ সাদা
ক্যানভাসে ঢেলে দিতেন তিনি।
শৈশবটা
আর পাঁচটা শিশুর মতো কাটেনি ওয়াসিম
কাপুরের। মাত্র ছয় মাস বয়ছে
খাট থেকে পড়ে চোট
পান তিনি, এরপর ১২ বছর
বিছানাতেই দিন কেটেছে। জানালা
দিয়ে শুয়ে শুয়ে বাইরের
দৃশ্য দেখতেন, মনের খাতায় সেগুলো
প্রথমে ফ্রেমবন্দি করতেন, তারপর সেগুলো খাতায় আঁকতেন। ছেলের এই ঝোঁক দেখে
বাড়িতে আঁকার শিক্ষক রাখেন ওয়াসিম কাপুরের বাবা। সেই শুরু।
শৈশবের
শিক্ষক অমর নন্দনই তাকে
ভর্তি করান আর্ট কলেজে,
সেই প্রথম বাইরের জগতের সঙ্গে সরাসরি পরিচয়। ক্রাচে ভর দিয়ে কলেজ
যেতেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো দিন তার ভাবনায় দেয়াল
তোলেনি। তার স্বপ্নের ক্যানভাস
ডানা মেলে উড়ত। এরপর
দেবী প্রসাদ চৌধুরী, অতুল বসু, যামিনী
রায়, মকবুল ফিদা হুসেন, পরিতোষ
সেনদের মতো নামীদামি শিল্পীদের
সান্নিধ্য লাভ করেন। কলেজের প্রথম বর্ষেই তার আঁকা ছবি
জায়গা করে নিয়েছিল প্রদর্শনীতে।
এরপর
দেশে-বিদেশে শুরু হয় তার
চিত্র প্রদর্শনী, সর্বত্রই সমাদৃত ওয়াসিম কাপুরের ভাবনা। ভারতের সংসদ ভবন, উর্দু অ্যাকাডেমি, ললিতকলা অ্যাকাডেমি সর্বত্র রয়েছে তার আঁকা ছবি।
তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার শিল্পীমহলে।
নূর/এম. জামান