• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মাহাথির মোহাম্মদ ফের হাসপাতালে

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ১২:৩৬ এএম

মাহাথির মোহাম্মদ ফের হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির বিন মোহাম্মদ আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) তার একজন মুখপাত্রের দেয়া তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

বার্তা সংস্থা এএফপি জানায়, এ নিয়ে টানা তৃতীয়বার তাকে হার্টের সমস্যায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলো। বর্ষীয়ান এই রাজনীতিক গত ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ১৩ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন।

মাহাথির মোহাম্মদের বয়স এখন ৯৬ বছর। তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছেন? হাসপাতাল কর্তৃপক্ষ সেটি জানায়নি। সাবেক প্রধানমন্ত্রীর কমিউনিকেশন টিম জানিয়েছে, শিগগিরই একটি বিবৃতি দেয়া হবে। এর বেশি বিস্তারিত কিছু জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছে।

মাহাথির মোহাম্মদের হার্টের অসুখ পুরনো। তিনি এর আগে হার্ট অ্যাটাক করেছিলেন। তার বাইপাস সার্জারি করা।

বর্ষীয়ান এই নেতা ২০০৩ সালের আগ পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়া শাসন করেছেন। তার শাসনামলে অভূতপূর্ব উন্নতি সাধন করে মালয়েশিয়া। মাঝে বিরতি দিয়ে ৯২ বছর বয়সে মাহাথির আবারও প্রধানমন্ত্রী হন।  ২০১৮ সালের ভোটে তিনি জয়ী হন। দলের ভেতরকার অভ্যন্তরীণ বিবাদের কারণে তার সরকার দুই বছরও টিকতে পারেনি।

প্রধানমন্ত্রী পদ গেলেও তিনি এখনও মালয়েশিয়ার রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি।

জেডআই/ডা

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ