প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০১:৪৫ এএম
লাইবেরিয়ার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এক ধর্মীয় অনুষ্ঠানে (ক্রুসেড) পদদলিত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। লাইবেরিয়ায় খ্রিষ্টান ক্রুসেড নামে পরিচিত এই প্রার্থনা অনুষ্ঠান একটি ফুটবল মাঠে আয়োজন করা হয়েছিল।
দেশটির
পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার
(২০ জানুয়ারি) এ তথ্য জানায়
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশের
মুখপাত্র মোসেস কার্টার জানান, বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত
রাতে এই পদদলনের ঘটনা
ঘটে। হাতে ছুরি থাকা
একদল গ্যাংস্টার উন্মুক্ত স্থানে প্রার্থনাকারীদের ওপর হামলা চালায়।
এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে
অনেকের মৃত্যু হয়। নিহতের সংখ্যা
অস্থায়ী, এই সংখ্যা আরও
বাড়তে পারে। ছুরি বহনকারী এক
ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও
জানান তিনি।
নিহতদের
মরদেহ রেডেম্পশন হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
লাইবেরিয়ায়
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার সমাবেশকে ‘ক্রুসেড’ বলা হয়।
নূর/এম. জামান