প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৭:২০ পিএম
আল-আকসা মসজিদে
আবারও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা। এতে
সহায়তা করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (১৭ জানুয়ারি) বার্তা
সংস্থা আনাদোলু নিউজের এক
প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়।
আনাদোলু
নিউজকে ফিলিস্তিনির একটি সংস্থা জানিয়েছে,
ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় বসতি স্থাপনকারীরা জোর
করে ওই পবিত্র মসজিদে
প্রবেশ করে এসব অবৈধ
কর্মকাণ্ড চালিয়েছে।
এদিকে
জেরুজালেমের আল-আকসা মসজিদ
ও অন্যান্য পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডানের ইসলামিক
ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে বলেছে,
ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-মুগারবাহ গেট দিয়ে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের
মধ্যে প্রবেশ করে। এ সময়
তাদের নিরাপত্তা দিচ্ছিল ইসরায়েলি সেনাবাহিনী।
মুসলিমদের
তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ।
ইহুদিরা আল-আকসা মসজিদসংলগ্ন এলাকাকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করে
থাকে। ইহুদিদের দাবি, এখানে প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির
বা উপাসনালয় ছিল।
ইসরায়েলি
কর্তৃপক্ষ ২০০৩ সাল থেকে
ইহুদি বসতি স্থাপনকারীদের প্রায়
প্রতিদিনই আল-আকসা মসজিদে
প্রবেশের অনুমতি দিয়ে আসছে। ফিলিস্তিনের
ওয়াকফ ও ধর্মবিষয়ক
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে মোট
৩৪ হাজার ৫৬২ ইহুদি বসতি
স্থাপনকারী আল-আকসা মসজিদে
প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতির
সৃষ্টি করেছে।
আরব-ইসরায়েল যুদ্ধের পরে তেল আবিব
জেরুজালেম দখল করে নেয়।
এরপর থেকে সেখানে বসতি
স্থাপন করছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়
জেরুজালেম দখল করার বিষয়টিকে
কখনই স্বীকৃতি দেয়নি।
নূর/ডা