প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১০:৫৫ এএম
পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ
সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী,
প্রথমবার ওমরাহ পালন শেষে
১০ দিনের বিরতি দিয়ে দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। আর নতুন এই শর্ত সব বয়সীদের
জন্য প্রযোজ্য হবে।
দেশটিতে গত কয়েকদিনে সংক্রমণ আবারও বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ দিনের জন্য
আসা বিদেশি মুসল্লিরা সর্বোচ্চ তিনটি ওমরাহ পালন করতে পারবেন।
এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ওমরাহ
পালনের পর দ্বিতীয়বার কেউ ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে
ইটমারানা বা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয় ওমরার জন্য আবেদন করতে
পারবেন। তবে প্রথমবার ওমরাহ পালনের ১০ দিন পর দ্বিতীয় ওমরাহ পালন করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নতুন এই নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রায় সাত মাস পর পুনরায় ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ওমরাহ পালন বন্ধ রাখা হয়।
গত মাসে ঘরে এবং
বাইরে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ পুনরায় জারি করে দেশটি। সংক্রমণ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়।
অর্ণব