• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আপত্তি সত্ত্বেও ব্রাজিলে শিশুদের টিকাদান শুরু

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ১০:৪৯ পিএম

আপত্তি সত্ত্বেও ব্রাজিলে শিশুদের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশুদের করোনা টিকা দেয়ার পক্ষে নন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। নিজের ১১ বছরের মেয়েকে টিকা দিতে রাজি নন তিনি। প্রেসিডেন্টের আপত্তি সত্ত্বেও দেশটির শিশুদের (৫-১১)করোনার টিকা দেয়া শুরু হয়েছে। ডেভি সেরেমরামিওয়ে জাভান্তে নামে ৮ বছরের এক শিশুকে টিকা দেয়ার মধ্য দিয়ে শুরু হয় টিকাদান কার্যক্রম।

শুক্রবার (১৪ জানুয়ারি) সাও পাওলো হাসপাতালে শিশুদের টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন রাজ্য গভর্নর জোয়াও ডোরিয়া।

এর আগে দেশটির সাও পাওলোতে ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। গত অক্টোবরে ব্রাজিলের সরকারি স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকার অনুমোদন দেয়। তবে বলসোনারো শিশুদের টিকা দেয়ার বিষয়ে একমত নন। নিজের ১১ বছরের মেয়েকেও টিকা দিতে রাজি নন ব্রাজিলের প্রেসিডেন্ট।

স্বাস্থ্য সংকটের মধ্যে থাকায় আদিবাসী শিশুদের টিকা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে দেশটিতে। বলসোনারোর সমর্থকেরা শিশুদের টিকা দেয়ার বিরোধিতা করলেও জনসংখ্যার বড় একটি অংশ টিকা দেয়ার পক্ষে বলে জানা গেছে। ব্রাজিলে ফাইজার-বায়োএনটেকের দুই কোটির বেশি শিশু করোনার টিকা নিতে সক্ষম, যদি তাদের অভিভাবকদের সম্মতি থাকে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ব্রাজিলে পাঁচ থেকে ১১ বছর বয়সী ৩০০ শিশু করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ছয় লাখ ২০ হাজার মানুষের। গত নভেম্বরে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে দেশটিতে।

জেডআই/এম. জামান

আর্কাইভ