প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৪:৩৮ পিএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের
জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে
দাঁড়িয়েছে। আহত অবস্থায় ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে
বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বিকানের গুয়াহাটি এক্সপ্রেসটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। জানা যায়, পাটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটি ওই দিন বিকেল ৫টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়েমুচড়ে গেছে।
আহত ২৪ জনকে দেশটির জলপাইগুড়ি হাসপাতালে এবং ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির রেল কর্তৃপক্ষ এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে নিহতদের ৫ লাখ, গুরুতর আহতদের ১ লাখ এবং সামান্য আহতদের ২৫ হাজার করে দেয়ার ঘোষণা করেছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় ট্রেনটির ৪-৫টি বগি একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে। একটি বগির ওপরে উঠে যায় আর একটি বগি। এ ছাড়া একটি বগি পানিতে পড়ে গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে এখনও অনেক যাত্রী ভেতরে আটকা রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।
জানা যায়, ট্রেনটি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটছিল। ট্রেনটি ছাড়ার সময় ৭০০ যাত্রী ছিল। দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি উল্টে যাওয়ায় অনেকেই চাপা পড়েছেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও ট্রেনের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে ওই এলাকার আশপাশের সব হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছে কর্তৃপক্ষ।
এদিকে এই দুর্ঘটনা নিয়ে টুইট করে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছি। পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনার নিয়ে খোঁজ নিয়েছি। শোকাহত পরিবারের পাশে রয়েছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।’
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে উদ্ধার অভিযান সম্পর্কে অবহিত করেছেন।’
ইতোমধ্যে রেল মন্ত্রণালয় প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ রুপি, গুরুতর আহত ব্যক্তির পরিবারকে ১ লাখ ও সামান্য আহত ব্যক্তিকে ২৫ হাজার রুপি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে।
জেডআই/ডা