• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৫:২৬ পিএম

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশ যখন কোরিয়া উপদ্বীপকে অস্থিতিশীল করে তোলে এমনকর্মকাণ্ডবন্ধে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে; তখনই নতুন পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন জো বাইডেন।

বুধবার (১২ জানুয়ারি) উত্তর কোরিয়ার পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগ উত্তর কোরিয়ার আরও এক ব্যক্তি, এক রুশ নাগরিক এবং রাশিয়ার একটি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে। অভিযুক্ত এসব ব্যক্তি প্রতিষ্ঠান পিয়ংইয়ংয়ের গণবিধ্বংসী কর্মকাণ্ডে সহায়তা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

কিম জং উন বলেছেন, একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি উত্তর কোরিয়ার কৌশলগত সামরিক সক্ষমতা আরও বাড়ানো হবে। ছাড়াও দেশের কৌশলগত সামরিক শক্তিকে গুণগত পরিমাণ উভয় ক্ষেত্রে দৃঢ়ভাবে গড়ে তোলার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে সেনাবাহিনীকে আরও আধুনিকীকরণ করা হচ্ছে।

নূর/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ