• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

দুই মাসের মধ্যে ইউরোপের অর্ধেক দখল করবে ওমিক্রন

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৯:২৮ পিএম

দুই মাসের মধ্যে ইউরোপের অর্ধেক দখল করবে ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এর তাণ্ডবে টালমাটাল ইউরোপের বিভিন্ন দেশ। ইতোমধ্যেই এসব দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। আর তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা জারি করেছে। তারা বলছে, ‘আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে অর্ধেক ইউরোপ করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবে।’

ডব্লিউএইচও’র ইউরোপ প্রধান হান্স ক্লুগের বরাতে বিবিসি জানায়, ২০২২ সালের প্রথম সপ্তাহে ৭০ লাখের বেশি নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ। ২৬টি দেশে প্রতিটি সপ্তাহে ১ শতাংশের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

ক্লুগ জানান, বর্তমানে ওমিক্রন সংক্রমণের একটি ঢেউ পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। যেসব দেশ ২০২১ সালের শেষ দিকে ডেল্টার বিস্তার ঠেকাতে কাজ করছিল, সেসব দেশেও এটি ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘ওমিক্রনের এই হার অব্যাহত থাকলে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেকের বেশি জনসংখ্যা করোনায় আক্রান্ত হতে পারে।’

তার মতে, যেসব অঞ্চলে টিকাদানের হার কম সেখানে এই সংক্রমণের প্রভাব ভয়াবহ হতে পারে। যেসব দেশে টিকাদানের হার কম সেগুলোতে ওমিক্রনের পুরোপুরি প্রভাব আমরা প্রত্যক্ষ করিনি।

এএমকে/ডা

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ