• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফিলিপাইনে কারাগারে দাঙ্গায় নিহত ৬

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০২:৩৬ এএম

ফিলিপাইনে কারাগারে দাঙ্গায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। গোটা কারাগারেই দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এতে ছয় আসামি নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। কারাগারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। বিগত কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটল।

কারা ব্যবস্থাপনা ব্যুরোর মুখপাত্র জাভিয়ার সোলদা জানান, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের ক্যালুকেন সিটি জেলে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গ্রুপের মধ্যে সোমবার (৯ জানুয়ারি) এ ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে।

সোলদা বলেন, ‘প্রথমে দুই আসামির মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে অন্যদের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয় তা জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ এ দাঙ্গার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই কারাগারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

ওই কারাগারটিতে পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। আসামিদের গাদাগাদি করে রাখা হয়েছে। আর তাই সেখানে মাঝে মধ্যেই সহিংসতা ছড়িয়ে পড়তে দেখা যায়। ক্যালুকেন সিটি জেলে দুই শ’রও কম আসামির ধারণক্ষমতা থাকলেও সেখানে ঠাসাঠাসি করে প্রায় ১ হাজার ৯০০ আসামি রাখা হয়েছে।

এএমকে/এম. জামান

আর্কাইভ