• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মার্চে আসছে ওমিক্রনের টিকা!

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৪:৪৫ পিএম

মার্চে আসছে ওমিক্রনের টিকা!

আন্তর্জাতিক ডেস্ক

ওমিক্রন। করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট। প্রাণঘাতী ভাইরাসটিতে ইতোমধ্যে পুরো বিশ্ব নাজেহাল। এর ঝড়ে কাঁপছে ইউরোপ আমেরিকা। এর মাঝে সুখবর জানালো ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক। ওমিক্রনকে লক্ষ্য করে আগামী মার্চের মধ্যে ভ্যাকসিন প্রস্তুতের আশা ব্যক্ত করছে কোম্পানিটি।

সোমবার (১০ জানুয়ারি) সিএনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বৌরলা বলেন, ‘ফাইজার ওমিক্রনের টিকার ডোজ প্রস্তুত করছে। মার্চের মধ্যে তা পাওয়া যাবে। আমাদের এটির আদৌ প্রয়োজন হবে কিনা আমি জানি না। যদি প্রস্তুত হয়, তাহলে এটি কীভাবে ব্যবহার করা হবে তা জানানো হবে।

তিনি বলেন, ’‘বিদ্যমান দুটি ভ্যাকসিন ডোজ এবং একটি বুস্টার ডোজ ওমিক্রন থেকে স্বাস্থ্যগত গুরুতর প্রভাবের বিরুদ্ধেযুক্তিসঙ্গতসুরক্ষা প্রদান করেছে। কিন্তু অতিসংক্রামক ধরন ওমিক্রন যেহেতু ছড়িয়ে পড়ছে দ্রুত সে কারণে শুধু এটিকে লক্ষ্য করে বানানো ভ্যাকসিন নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করবে।’’

নূর/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ