• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

করোনার নতুন আতঙ্ক ‘ডেল্টাক্রন’ শনাক্ত

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৩:৪৭ এএম

করোনার নতুন আতঙ্ক ‘ডেল্টাক্রন’ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে করোনাভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে উদ্বেগের মধ্যেই সম্প্রতি সাইপ্রাসে নতুন আরেকটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

নতুন এই ভ্যারিয়েন্টে অতিসংক্রামক ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু জিনের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা। ভ্যারিয়েন্টটির নাম দেয়া হয়েছে ‘ডেল্টাক্রন’। ব্লুমবার্গের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জৈব বিজ্ঞানের অধ্যাপক লিওনডিওস কোস্ট্রিকিস ও তার দল প্রতিবেদনে জানান, ডেল্টা এবং ওমিক্রনের মধ্যকার বৈশিষ্ট্যগুলো ডেল্টাক্রনে বিদ্যমান।

প্রতিবেদনে কোস্ট্রিকিস ও তার দল ১৫ জনের দেহে ডেল্টাক্রন শনাক্তের কথা জানিয়েছেন। এ ভাইরাসে আরও কেউ সংক্রমিত হয়েছেন কি না বা এর কী প্রভাব পড়তে পারে তা এখনও জানা যায়নি।

কোস্ট্রিকিস টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা কতটা সংক্রামক বা প্যাথলজিক্যাল তা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এটি অতিসংক্রামক ওমিক্রন ও ডেল্টার মধ্যেও বিদ্যমান থাকবে কি না তাও আমরা জানতে পারব। তবে বর্তমান ধরন ওমিক্রন এই ডেল্টাক্রনকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন তিনি।

গবেষকেরা চলতি সপ্তাহে তাদের ফলাফলগুলো জিআইএসএআইডিতে পাঠিয়েছেন। জিআইএসএআইডি হচ্ছে, একটি আন্তর্জাতিক ডাটাবেজ যা ভাইরাস ট্র্যাক করে।

গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ। এরই মধ্যে ওমিক্রনের জেরে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে।

অর্ণব/এম. জামান

 

 

আর্কাইভ