• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ওমিক্রন রোধে মসজিদে বিধিনিষেধ জারি করল কুয়েত

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৭:২১ এএম

ওমিক্রন রোধে মসজিদে বিধিনিষেধ জারি করল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে দৈনিক সংক্রমণের উল্লম্ফন দেখা দিয়েছে কুয়েতে। সংক্রমণ রোধে মসজিদে অবস্থানকালে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। আমিরাতভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এর বরাত দিয়ে শুক্রবার (৭ জানুয়ারি) কুয়েতের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের (মিনিস্ট্রি অব আওকাফ) আন্ডারসেক্রেটারি ফরিদ এমাদি এ তথ্য নিশ্চিত করেছেন।

গালফ নিউজকে ফরিদ এমাদি বলেন, মহামারিতে সবচেয়ে বিপর্যয়ের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম। বর্তমানে ওমিক্রনের প্রভাবে দেশে বাড়তে থাকা দৈনিক সংক্রমণের হার নিয়ন্ত্রণ করতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই এই নির্দেশ জারি করেছে মন্ত্রণালয়।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছোটো এই দেশটির আয়তন মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার, জনসংখ্যা ৪৩ লাখ ৬৬ হাজার ৮৮। মহামারির দুই বছরে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ লাখ ২৫ হাজার ৪৫৫ জন এবং এ ই রোগে মৃত্যু হয়েছে ২ হাজার ৪৬৯ জনের। যা দেশটির আয়তনের তুলনায় সংক্রমণের হার বেশি।

এর মধ্যে গত সপ্তাহ থেকে ওমিক্রনের প্রভাবে দৈনিক সংক্রমণে উল্লম্ফন দেখা দিয়েছে কুয়েতে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪১৩ জন।

দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টা আগে করা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, জনসমাগম বন্ধ রাখতে আগামী ৯ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলাসহ যাবতীয় সামাজিক ইভেন্ট আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অর্ণব

  

আর্কাইভ