• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

একই ফ্লাইটে ১২৫ জন যাত্রীর করোনা পজিটিভ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ১১:০৬ এএম

একই ফ্লাইটে ১২৫ জন যাত্রীর করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক

ইতালি থেকে আসা একই ফ্লাইটে ১২৫ জন যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে ফ্লাইটটি ভারতের পাঞ্জাবের অমৃতসরে ফ্লাইটটি অবতরণ করে।- খবর এনডিটিভির।

ইতালির মিলান থেকে ছেড়ে আসা ওই চার্টার্ড বিমানে ১৯ শিশুসহ ১৭৯ জন যাত্রী ছিল। এর মাঝে জর্জিয়ার তিবিলিসিতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রাবিরতি নেয় বিমানটি।

পাঞ্জাবের প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইতালি থেকে যাত্রা শুরুর আগে সব প্রাপ্তবয়স্ক যাত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে সবার নেগেটিভ রিপোর্ট আসার পরই তারা যাত্রা শুরু করেন।

আক্রান্ত ১২৫ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩০ জন।

 অর্ণব

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ