• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

টিকা না নিয়ে বাইরে বের হলেই গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ১০:৫২ এএম

টিকা না নিয়ে বাইরে বের হলেই গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাসের টিকা না নিয়ে কেউ জনসমাগমে চলাফেরা করলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। খবর রয়টার্সের।

ফিলিপাইনে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। করোনার এত দ্রুত সংক্রমণের প্রেক্ষাপটে  এদিন টেলিভেশনে দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট দুতার্তে এই ঘোষণা দেন।

প্রেসিডেন্ট বলেন, টিকা না নেওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে স্থানীয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। এমনকি তারা যেন ঘর থেকে বের না হতে পারে, সেটি নিশ্চিত করতেও বলা হয়েছে নেতাদের।

দুতার্তে বলেন, ‘কোনো ব্যক্তি আদেশ অমান্য করে ঘরের বাইরে বের হয়ে চলাফেরা করলে তাকে নিষেধ করা হবে। কিন্তু না শুনলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রেফতার করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই ক্ষমতা দেয়া হয়েছে।’

অর্ণব

 

 

আর্কাইভ