• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনার বিশ্বরেকর্ড, একদিনে শনাক্ত ১০ লাখ

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৮:০৬ এএম

যুক্তরাষ্ট্রে করোনার বিশ্বরেকর্ড, একদিনে শনাক্ত ১০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। দেশটিতে একদিনে ১০ লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রের সংক্রমণ বাড়ছে। এর আগে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের যে রেকর্ড ছিল, এটা তার প্রায় দ্বিগুণ। চারদিন আগে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৯০ হাজার জনের করোনা শনাক্ত হয়, যা ছিল নতুন রেকর্ড।

এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা যুক্তরাষ্ট্র রেকর্ড করেছে।

করোনার এ অস্বাভাবিক বৃদ্ধির প্রভাব পড়েছে দেশটির নানা অর্থনৈতিক খাতেও। বহু ফ্লাইট বাতিল করা হয়েছে; অনেক অঙ্গরাজ্যে স্কুল ও অফিস বন্ধ হয়ে গেছে।

দেশটির শীর্ষ মহামারি উপদেষ্টা অ্যান্টনি ফাউসি বলেছেন, তারা 'উল্লম্ব বৃদ্ধির' মুখোমুখি হচ্ছে।  কয়েক সপ্তাহের মধ্যে আক্রান্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

কিন্তু, ফাউসি অবশ্য দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে বলেছেন, সেখানে প্রথমে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়লেও তা কমে এসেছে। তাই তিনি আশাবাদী যুক্তরাষ্ট্রেও সংক্রমণ কমবে।

যুক্তরাষ্ট্রে মৃত্যু এবং হাসপাতালে ভর্তির হার আগের ঢেউয়ের তুলনায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক কমেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

অর্ণব

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ