• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ইয়াস কেড়ে নিলো ৫ প্রাণ

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৪:২৫ পিএম

ইয়াস কেড়ে নিলো ৫ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গ প্রদেশে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। দুই প্রদেশে মুহূর্তে ভারী বর্ষণ এবং তীব্র বাতাস বইছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস শক্তি সঞ্চয় করে অতিপ্রবল রূপে ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশায় মূল আঘাত হানবে আরও থেকে ঘণ্টা পর বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

বুধবার সকাল ৯টার দিকে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে আছড়ে পড়ে ওড়িশায়। এতে এই প্রদেশে অন্তত দুজন নিহত হয়েছেন। এর মধ্যে ওড়িশার কিওনঝর জেলার পঞ্চপল্লী গ্রামে ঝড়ের তাণ্ডবে গাছ চাপা পড়ে একজন নিহত হয়েছেন। 

বুধবার সকাল ৯টার দিকে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ইয়াসের প্রাথমিক আঘাতে ওই ব্যক্তি মারা গেছেন। একই প্রদেশের ময়ূরভাঞ্জ জেলার জগন্নাথ খুন্তা গ্রামের একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা।

সবুজ/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ