প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ১০:১৬ এএম
৩ হাজার লিটার মদ কাবুলের নালায় ভাসিয়ে দিল আফগানিস্তানের তালেবান সরকার।
রবিবার (২ জানুয়ারি) দেশটির গোয়েন্দা সংস্থার কর্মীরা বলেন, 'তালেবান কর্তৃপক্ষের অ্যালকোহলবিরোধী কঠোর অবস্থানের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।'
আফগানিস্তানের গোয়েন্দা মহাপরিচালকের (জিডিআই) কার্যালয় থেকে প্রকাশিত এক
ভিডিওতে দেখা গেছে, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করা মদ খালে
ফেলে দিচ্ছেন সংস্থাটির এজেন্টরা।
রবিবার সংস্থাটির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে এক গোয়েন্দা কর্মকর্তা
বলেন, ‘মুসলমানদের অবশ্যই অ্যালকোহল তৈরি ও বিতরণ থেকে
বিরত থাকতে হবে।’
ঠিক কোন সময়ে ওই অভিযান চালানো হয়েছে বা কখন এসব মদ ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট
নয়। তবে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় তিন
ডিলারকে আটক করা হয়েছে।
পশ্চিমা সমর্থিত সরকারের আমলেও আফগানিস্তানে মদ নিষিদ্ধ ছিল। কিন্তু ইসলামের
ধারক হিসেবে দাবি করা তালেবান কর্তৃপক্ষ মদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে।
গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তালেবান
নিয়মিতভাবে মাদক ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযানের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া
তালেবান সরকারের পূণ্য সম্প্রসারণ ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় নারী অধিকার বিষয়ক
বেশ কয়েকটি গাইডলাইন প্রকাশ করেছে।