• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

গেলেন দুধ কিনতে, নিয়ে ফিরলেন ১০ লাখ ডলার !

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৮:৫৩ এএম

গেলেন দুধ কিনতে, নিয়ে ফিরলেন ১০ লাখ ডলার !

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের নর্থ চেস্টারফিল্ডের বাসিন্দা ডেনিস উইলোফি তার সন্তানদের জন্য চকোলেট দুধ কিনতে বাজারে যান। সেখানে সেভেন-ইলেভেন নামে একটি দোকানে যান তিনি। কিন্ত বাসায় ফেরার পথে দুধের বদলে নিয়ে আসলেন ১০ লক্ষ ডলার! জানা যায়, দুধ কেনার সময় সেখানে একটি স্ক্যার্চ- অফ লটারি টিকিট কেনেন তিনি।

১০ লাখ ডলারের প্লাটিনাম জ্যাকপটের ওই টিকিটটি জেতে শীর্ষ পুরস্কার। ডেনিস উইলোফি এই খেলায় শীর্ষ পুরস্কার পাওয়া দ্বিতীয় ব্যক্তি। আরেক শীর্ষ পুরস্কার বিজয়ীর নাম জানা যায়নি। ওই টিকিটটি জিতেছে ১৬ লাখ ৩২ হাজার ডলার।

১০ লাখ ডলার জেতা ভাগ্যবান বাবাকে পুরস্কার নেওয়ার দুইটি উপায় দেওয়া হয়। একটি হলো ৩০ বছর ধরে বার্ষিক কিস্তিতে পুরো ১০ লাখ ডলার নেওয়া। আর অন্যটি হলো একবারে ট্যাক্স কেটে রেখে ৬ লাখ ৪০ হাজার ২০৫ ডলার গ্রহণ। ডেনিস উইলোফি পরের উপায়টি গ্রহণ করেছেন।

ডেনিস উইলোফি পুরো ১০ লাখ ডলার পাননি। তবে যা পেয়েছেন তা দিয়ে প্রচুর চকোলেট দুধ কিনতে পারবেন তিনি।

অর্ণব

আর্কাইভ